২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৪০:২৩ অপরাহ্ন


ফুলবাড়ীতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি ক্যাম্পেইন
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৩
ফুলবাড়ীতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা  ও ই-নামজারি ক্যাম্পেইন ফুলবাড়ীতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি ক্যাম্পেইন


দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইজিডিপি) এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারী বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১টায় উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে  আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

এতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্ত মাজহারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন আইরিন আক্তার হিরা, আল হেলাল প্রমুখ। 

এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।