১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:২৯:৩৯ পূর্বাহ্ন


সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত-৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৩
সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত-৩ সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত-৩


আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (৮ মার্চ) রাত দশটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্ৰাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বরের ছেলে।

ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত দশটার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে জনৈক রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসে। আগুন নেভানোর এক সময়ে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জগদীশের গায়ে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আহত অপর তিনজন দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ। এদের মধ্যে দোকান মালিক আব্দুর রাজ্জাক ও মন্টুকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পাঁচটি দোকান ভস্মীভূত হয়।