০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:০৭:৩০ অপরাহ্ন


রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৩
রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫ রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫


রংপুরের গঙ্গাচড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার পাগলাপীর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের একটি বাস গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর বটতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে যাত্রীরা বাসের নিচে আটকা পড়েন।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ১৫ জন যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। একজনের আনুমানিক বয়স ২৫ ও অন্যজনের ৪৫ বছর।