২৭ Jul ২০২৪, শনিবার, ১০:২৯:৩১ পূর্বাহ্ন


রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
স্টাফ রিপোটার:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৩
রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


‘সাপ্তাহিক বাংলার বিবেক‘ পত্রিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ লাইন্সে অবস্থিত পিঁপড়া ইভেন্টে  কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন করা হয়।  এ সময় পত্রিকার পক্ষ থেকে মেয়রকে সম্মাননা ক্রেস্ট  উপহার দেন পত্রিকার প্রকাশক, ব্যবস্থাপনা সম্পাদক ও নির্বাহী সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক বাংলার বিবেক‘ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক মাসুদ রানা রাব্বানী, পত্রিকার আইন উপদেষ্টা এ্যাড. মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুল আউয়াল, মঈন উদ্দিন, এসএম আব্দুল মুগণী নিরো।

আরও উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক বাংলার বিবেক‘ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন, মোঃ মনোয়ার হোসেন উৎপল, পরিমল কুমার ঘোষ মিঠু, মাসুদ আলী পুলক, পারভেজ হোসেন, রাতুল সরকার, ইব্রাহিম হোসেন সম্রাট, শেখ মোঃ রুমেল, আব্দুল্লাহ খালিদ অমি, তানজিম তুরজিম, ফারহানা জেরিন, আফরা তাসনিম অওরা, তামান্না হাবিব নিশু, মোসাঃ ইফাত আরা মোমি, রোকেয়া চৌধুরী, ইশানা, সুমন, বাবুল, মামুনুর রহমান কাচু, আল্-মারুফুল ইসলাম, প্রশান্ত সরকার, মোজাম্মেল হক রনি, মিজানুর রহমান টনি, রায়হান আলী, জাহিদ আলী, ইশতিয়াক আহমেদ পল্লব, বাপ্পি, শাব্বির, রুবেল, মোঃ আলী, মোঃ আনোয়ার, মোঃ মোমিন,  আরিফুল ইসলাম প্রিন্স,  মনিরুল ইসলাম মনি, মোঃ রানা, মোঃ আলাউদ্দিন, মোঃ সুজন, মোঃ বাবু, মিজানুর রহমান মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন  রাসিক মেয়রের একান্ত সচিব এএইচএম আশিকুজ্জামান শাওন, ইঞ্জিনিয়ার তুহিন উদ্দিন, রাঙ্গাপরীর ইঞ্জিনিয়ার কাজি মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সাহেব আলী, কাজী নূরুল ইসলাম।

উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা, মোঃ ইয়ারফ আলী, প্রফেসর শুভ, প্রফেসর ড. পারভেজ প্রমুখ।

এর আগে, দুপুর ১২টায় ‘সাপ্তাহিক বাংলার বিবেক‘ পত্রিকার  সম্পাদক , ব্যবস্থাপনা সম্পাদক, নির্বাহী সম্পাদক এর নেতৃত্বে মহানগরীর আলুপট্টি থেকে সাংবাদিকদের নিয়ে একটি র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক (২৮ নং ওয়ার্ড)  কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু।

র‌্যালিটি সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। এরপর দুপুর দেড়টায় তালাইমারী ট্রাফিক মোড় থেকে পুনরায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কাজলার মোড় হয়ে অক্ট্রয় মোড় পত্রিকাটির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।