২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৫৩:০৪ অপরাহ্ন


সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৩
সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদযাপন সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় দিবস উপলক্ষে সাপাহার উপজেলা কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমান  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,সাপাহার থানা পুলিশ প্রশাসন, সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স,সদর ইউনিয়ন পরিষদ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ, সাপাহার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাপাহার সৃষ্টি একাডেমী, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সহ আরো অনেকে।

পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের-সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরে  বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা.মুহা. রুহুল আমিন, উপজেলা  প্রাণী বিষয়ক কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি,জেলা পরিষদের সদস্য ইস্ফাত জেরিন মিনা  প্রমুখ।

এ সময় অন্যান্যর মধ্যে আরো মৎস্য অফিসার রোজিনা পারভীন,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা পারভিন,  শিক্ষা অফিসার সামসুল কবির, বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রামার অফিসার মোস্তাকিম হোসেন , আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা  সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে  ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী  শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।