২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৫০:৫৩ পূর্বাহ্ন


নগরীতে সোয়া তিন লাখ টাকার তার-সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৩
নগরীতে সোয়া তিন লাখ টাকার তার-সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার নগরীতে সোয়া তিন লাখ টাকার তার-সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার


রাজশাহী নগরীতে (রাসিকের) সোয়া তিন লাখ টাকার তার-সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুর সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি হাসান।

গ্রেফতারকৃতরা হলো: কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নগরপাড়া এলাকার মোঃ সাজ্জাদ আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম মনি (২৭) ও চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী এলাকার মোঃ আব্দুল জলিল হাওলাদারের ছেলে মোঃ মনজুরুল ইসলাম (২৮)।

ওসি জানায়, সম্প্রতী নগরীর (রাসিকের) আলোকায়নের বিপুল পরিমান ক্যাবল ও তার চুরি করেছে চোরেরা। এ ঘটনার সাথে জড়িত মনিরুল ইসলাম মনিকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টায় গ্রেফতার করে এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টার দিকে চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী এলাকার ভাংড়ি ব্যাবসায়ী মোঃ মনজুরুল ইসলামের বসত বাড়ির গোডাউন ঘর থেকে বিভিন্ন রং ও সাইজের দুই বস্তা ভর্তি রাসিকের ক্যাবল ও তার উদ্ধার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ওসি।