১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৬:০২ পূর্বাহ্ন


থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, টিকিট পেল কাবাডি বিশ্বকাপের
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৩
থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, টিকিট পেল কাবাডি বিশ্বকাপের থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, টিকিট পেল কাবাডি বিশ্বকাপের


বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ। আজ সেমিফাইনালে পল্টনের ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ২০২৪ কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করল বাংলাদেশ।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে সমানে সমান লড়ছিল দুই দল। এক পর্যায়ে থাইল্যান্ড এগিয়ে ছিল ৭-৪ পয়েন্টে। এরপর ঘুরে দাঁড়ান রুহুল তরফদাররা। প্রথমার্ধ শেষ করেন ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি থাইল্যান্ড। এই অর্ধে তুহিনরা আদায় করে নেন আরো ১৮ পয়েন্ট। অন্যদিকে থাইল্যান্ড তুলতে পারে কেবল ১৫ পয়েন্ট।

ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কাপ কাবাডি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। ফাইনালে উঠে বিশ্বকাপ খেলাও নিশ্চিত করল বাংলাদেশ দল।