০৩ ডিসেম্বর ২০২৩, রবিবার, ০২:৩২:২৪ অপরাহ্ন


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু


তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যু হয়েছে একটি হাতির । রবিবার বিকালে তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় এ ঘটনা ঘটে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার ঘটনাটির ভিডিও পোস্ট  করেছে।

জানা গেছে, হাতি কিংবা অন্য বুনো জন্তু যাতে ধানখেত নষ্ট করতে না পারে, সে জন্যে বাঁশের খুঁটিতে লোহার তার জড়িয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখেন অনেক গ্রামের বাসিন্দারা। তবে এক্ষেত্রে অবশ্য তেমনটা ঘটেনি। জমির ধারে বিদ্যুত্যের খুঁটি ছিল। সেই তার গায়ে লেগেই প্রাণ গেছে হাতিটির। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতিটি বনের মধ্যে দিয়ে সামান্য উঁচু জমিতে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় হাই টেনশন তারের সংস্পর্শে আসে। তখনই তারের মধ্যে একটি স্পার্ক দেখা যায় যা। হাতিটির মাথায় লাগে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু  হয়।

টুইটারে অনেকেই লিখেছেন, মাটি থেকে আরও অনেকটা উঁচুতে বাঁধা উচিত এই তার। আবার আরেকজন লিখেছেন, দুঃখজনক ঘটনা। প্রসঙ্গত, গত রবিবারও ওড়িশায় একই ধরনের ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে