২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৪:১০:৫০ অপরাহ্ন


পত্নীতলায় বিশ্ব পানি দিবস পালিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
পত্নীতলায় বিশ্ব পানি দিবস পালিত পত্নীতলায় বিশ্ব পানি দিবস পালিত


জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হচ্ছে, এরি ধারাবাহিকতায় ‘আসুন নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিত করি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি।

এই উপলক্ষে বুধবার পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর নওগাঁ জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।