২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৫১:৫৬ অপরাহ্ন


স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৩
স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক ফাইল ফটো


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীকে ৩২ পিস স্বর্ণের বারসহ আটক করেছে।

বৃহস্পতিবার সকালে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ২৩টি এবং পায়ুপথ দিয়ে বের করা হয় আরও ৯টি সোনার বার। অভিযুক্ত জিয়াউদ্দিনকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

জিয়াউদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়। তার বাবার নাম আবুল বাশার।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন অভিযুক্ত জিয়াউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। এরপর তার দেহ স্ক্যান করে তলপেটে আরও সোনার বার দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে এগুলো বের করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ৩২ সোনার বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।