১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:২১:০৩ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-০২-২০২২
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩ ফাইল ফটো


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-৪ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।

যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।       

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১১ গ্রাম হেরোইন ও ৮ কেজি ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ