২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৪০:০৭ অপরাহ্ন


মুচলেকা দিয়ে জামিন পেলেন শিশুবক্তা রফিকুল মাদানি
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
মুচলেকা দিয়ে জামিন পেলেন শিশুবক্তা রফিকুল মাদানি ফাইল ফটো


ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য না দেয়ার শর্তে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানিকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে মাদানির পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

মাদানির আইনজীবী আশরাফ আলী মোল্লা বলেন, ‘কিছু শর্ত দিয়ে আদালত তাকে জামিন দিয়েছেন। শর্তের মধ্যে রয়েছে কোনো ওয়াজ মাহফিলে সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী, প্রচলিত আইনবিরোধী কোনো উক্তি বা বক্তব্য দেবেন না, এমন লিখিত নিয়ে চারটি থানার মামলায় তাকে জামিন দিয়েছেন। এখন তার মুক্তিতে আপাতত আর কোনো বাধা নেই।’

জামিন চেয়ে কবে আবেদন করেছিলেন জানতে চাইলে রফিকুল ইসলামের আইনজীবী বলেন, ‘গত বছর জামিন আবেদন করেছিলাম। এরপর দীর্ঘ সময় বারবার রাষ্ট্রপক্ষ থেকে সময় নেয়ায় শুনানিতে বিলম্ব হয়েছে। বুধবার শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান বলেন, ‘আদালত তাকে জামিন দিয়েছেন, তবে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।’

ঢাকা ও গাজীপুর মিলিয়ে মাদানির নামে চারটি মামলা হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনেও একটি আমরা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন।

২০২১ সালের ৭ এপ্রিল ভোরে নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে মাদানিকে আটক করে র‌্যাব। এরপর ১৬ এপ্রিল তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

মতিঝিল থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাদানি দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্যে দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তার দেয়া বক্তব্যে বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।