২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:০৮:১২ অপরাহ্ন


ভারতে একদিনে তিন লাখ ৩৩ হাজার করোনা শনাক্ত
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
ভারতে একদিনে তিন লাখ ৩৩ হাজার করোনা শনাক্ত ফাইল ফটো


আন্তর্জাতিক ডেস্ক: সামান্য কমলো ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে এখনো দৈনিক সংক্রমণ আছে তিন লাখের উপরই। বেড়েছে দৈনিক সংক্রমণের হার। বেড়েছে মৃত্যুও।

রোববার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লাখ ৩৭ হাজার ৭০৪ জন। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রোববার তা হয়েছে ১৭.৭৮ শতাংশ।

এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন কোটি ৯১ লাখ। দেশটিতে এখনো করোনা আক্রান্তের হিসাবে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। শনিবার তা ছিল ৪৮৮ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় ৬১ লাখ করোনা টিকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে মোট ১৬১ কোটি ৮১ লাখ টিকা দেওয়া হলো।

রাজশাহীর সময় / এফ কে