০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩১:৩৫ অপরাহ্ন


রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৩
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,ওসি গুলফামুল ইসলাম মন্ডল, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়র আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন। এছাড়াও জাপা নেতা আবু তাহের ঠিকাদার, ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুসমত আলী, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মাদক ও চুরি রোধে আরো তৎপর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।