২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:৫৯:০৯ পূর্বাহ্ন


ঘোড়াঘাটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২৩
ঘোড়াঘাটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: সংগৃহীত


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক জসিমুদ্দীন (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) ভোর ৬টায় উপজেলার বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমুদ্দীন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নরসিংদী থেকে একটি পিকআপে দুজন গরু ব্যবসায়ী দিনাজপুরের আমবাড়ী হাটের দিকে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাট উপজেলার বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় পিকআপটির সঙ্গেবিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এতে একজন নিহত এবং দুজন আহত হন।

আহত দুজন হলেন: শিবপুর উপজেলার শাসপুর গ্রামের মোকলেছ মিয়ার ছেলে আইয়ুব মিয়া (২৪) ও রায়পুর উপজেলার তুলাতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আবদুল্লাহ (১৭)। তারা দুজনে গরু কেনাবেচার ব্যবসা করে।

ঘটনাস্থলে থাকা রফিকুল ইসলাম বলেন, ‘ভোরবেলা বিকট শব্দ শুনে এসে দেখি পিকআপটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। চালক আটকা পড়েছিল। ট্রাকটিরও দুটি চাকা ভেঙে গেছে।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ বলেন, ‘ভোরবেলা ফায়ার সার্ভিস সদস্যরা তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে চালককে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অপর দুজন চিকিৎসাধীন। তারা শঙ্কামুক্ত।’

এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘ট্রাকটির চালক পালিয়ে গেছে। গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’