১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:১৯:৪৫ পূর্বাহ্ন


দুর্গাপুর সীমান্তে বিজিবির গুলি, যুবক নিহত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৩
দুর্গাপুর সীমান্তে বিজিবির গুলি, যুবক নিহত দুর্গাপুর সীমান্তে বিজিবির গুলি, যুবক নিহত


নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় বিজিবির গুলিতে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম (৩৫) নামে আরো একজন যুবক গুলিবিদ্ধ ও মিনহাজউদ্দিন নামের এক বিজিবি সদস্য আহত হয়েছেন। হঠাৎ এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বারমারি লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, তারাবির নামাজ চলাকালীন হঠাৎ ভারতীয় সীমান্তের কাছাকাছি দুটি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। নামাজ শেষে স্থানীয়রা ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবির সদস্যরা বাধা দেন। পরে স্থানীয়রা জানতে পারেন, বিজিবির গুলিতে এক যুবক নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে রাত আনুমানিক ১০টার দিকে আমিনুলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন বিজিবির সদস্যরা। গুলিবদ্ধ জাইদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করে। সে বর্ডারের সুপারি ব্যবসায়ীদের সুপারির বস্তা মাথায় করে নিয়ে যাওয়ার কাজ করত। ইফতারের সময় সুপারির বস্তা টানার কাজে গেলে বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে তাকে মারধর করে। পরে প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করে। 

এ ব্যাপারে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘বারমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সীমান্ত পিলার ১১৬৪/৮-এস ও ৯-এস-এর মধ্যবর্তী সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর নামক স্থানে সংঘবদ্ধ একটি চোরাকারবারিদল বাংলাদেশ থেকে সুপারি মাথায় করে অবৈধভাবে ভারতে পাচার করছিল। সেই সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে টহল কমান্ডার হাবিলদার মো. মিনহাজ উদ্দিনকে চোরাকারবারিরা আঘাত করে। জখম অবস্থায় হাবিলদার মিনহাজ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি করলে চোরাকারবারি মো. আমিনুল ইসলাম নিহত হয় এবং অপর একজন চোরাকারবারি জাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়।

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় বিজিবির সদস্য হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাইদুল ও বিজিবি সদস্য হাবিলদার মিনহাজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে আনা সাত বস্তা সুপারি জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’