১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:২২:৩৬ পূর্বাহ্ন


নোয়াখালীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ২০
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২৩
নোয়াখালীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ২০ নোয়াখালীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ২০


নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইমুড়ী-সোনাপুর সড়কের বজরা ইসলামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন: মোস্তফা কামাল (৪০), মো.ইদ্রিস (৫০), মিশু (২১), আব্দুর রহমান (৫২), মুস্তাফিজুর (৬০), দ্বীন ইসলাম (২৩), সাবিত্রী দেবী (৫৩), মিনহাজ (৪), তারেক মাহমুদ (২৯)। বাকি ১১ জনের নাম জানা যায়নি।

গাড়িতে থাকা যাত্রী ইদ্রিস আলী বলেন, ‘সোনাইমুড়ী থেকে ছেড়ে আসা গাড়িটি অতিরিক্ত স্পিডে ছিল। খালে পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে সব অন্ধকার দেখি। তারপর আর কিছু মনে নেই। গাড়িতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন।’

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, সোনাইমুড়ী থেকে জননী পরিবহনের একটি বাস সোনাপুর আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ খালে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়। তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।