২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৫২:২৫ পূর্বাহ্ন


দেশে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ কমেছে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২২
দেশে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ কমেছে ছবি-রাজশাহীর সময়


গত এক সপ্তাহে দেশে করোনায় শনাক্তের হার ৫০ দশমিক ৯ শতাংশ কমেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনের এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। গত এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে ৩৬ দশমিক ৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায়  ৯ জনের মৃত্যু, শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে দুই লাখ ১৩ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ হাজার ৬২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (৭ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) দুই লাখ ৬৮ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় ৪৮ হাজার ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ ৫০ দশমিক ৯ শতাংশ কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়,  গত এক সপ্তাহে দেশে করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে করোনায়  ২৩০ জনের মৃত্যু হয়েছিল। সেই হিসেবে সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ৩৬ দশমিক ৫ শতাংশ।

রাজশাহীর সময় /এএইচ