২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৩:৪১:৫০ পূর্বাহ্ন


রাজশাহীতে ৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৩
রাজশাহীতে ৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা ফাইল ফটো


রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দুই সপ্তাহ ধরে মৃদু ও মাঝারি তাপপ্রবাহের পর আজ শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে রাজশাহীর তাপমাত্রা বেড়েই চলেছে। বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ।

আবদুস সালাম আরও বলেন, আগামী দুই থেকে তিনদিন দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।