১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:৩০:১১ পূর্বাহ্ন


দেশে বিদ্যুৎতের কোন সংকট নেই, পরিকল্পনামন্ত্রী মান্নান
মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
দেশে বিদ্যুৎতের কোন সংকট  নেই, পরিকল্পনামন্ত্রী মান্নান দেশে বিদ্যুৎতের কোন সংকট নেই, পরিকল্পনামন্ত্রী মান্নান


বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- দেশে বিদ্যুৎ এর কোন সংকট নেই। তবে তীব্র গরমের কারণে বিদ্যুৎ এর চাহিদা হঠাৎ করে বেড়েছে। একারণে একটু সমস্যা হচ্ছে। তবে এই সমস্যা থাকবে না। ভারত থেকে ইনপুট করা বিদ্যুৎ লাইন এসে গেছে।

আজ রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। ওই সময় মন্ত্রী আরো বলেন- শেখ হাসিনার সরকার নারী বান্ধব। তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্য সম্মত ল্যাট্টিনও বিতরণ করছে এই সরকার। শুধু টিউবওয়েল নয়, কয়েকদিন পর পাইপ লাইনের মাধ্যমে ঘরেঘরে পানি পৌছে দেওয়া হবে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকুপ ও টুইন-পিট ল্যাট্টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী মান্নান আরো বলেন- হাওরের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার দরদ বেশী। তিনি সব সময় আমাকে জিজ্ঞাসা করেন। হাওরের মানুষ তাদের সুবিধা পাচ্ছে কিনা, তাদের উন্নয়ন হচ্ছে কিনা। এই সরকারের নেতৃত্বে প্রতিটি ঘরেঘরে বিদ্যুৎ, গ্রামগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর। যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি। বর্তমান সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রুপান্তর করা হচ্ছে। 

রাজধানী ঢাকায় পরপর অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে সংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন- আমি জানিনা কেন এমন হচ্ছে। এটা দেখা উচিত এর পিছনে কোন অনিষ্টকারী অগ্নিসন্ত্রাস আছে কিনা। রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা তৈরি করে কেউ গোলা পানিতে মাছ স্বীকার করতে চায় কিনা আমরা সেটাও দেখব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবুল হোসেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, আওয়ামীলীগ সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।