২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:০৩:৩৩ অপরাহ্ন


রাজশাহীতে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
রাজশাহীতে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু রাজশাহীতে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু


রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় মহিমা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা কেশারুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী।  

এ ঘটনায় শিশুর মা সাহিদা খাতুন, বাবা মালা বক্স ও ৭ বছর বয়সি বড় বোন ফাতেমা খাতুন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) ভর্তি করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শিশুর পরিবার বাগমারা উপজেলার চাইপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার রাতে মালা বকস স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি দুর্গাপুরের ইসবপুর থেকে ইফতারির দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কেকারুতলা মোড়ে একটি পাথর বোঝাই ট্রাক (রাজ-মেট্টো-ট-১১-০২২০৩) মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু মহিমার মৃত্যু হয়। গুরুতর আহত মালা বকস, স্ত্রী সাহিদা খাতুন ও সাত বছরের মেয়ে ফাতেমাকে গুরুতর আহতাবস্থায় রামেকে ভর্তি করা হয়।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।