২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৩৯:৪৩ পূর্বাহ্ন


কক্সবাজারে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
কক্সবাজারে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ফাইল ফটো


কক্সবাজারে ধর্ষণ মামলায় নুরুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৬ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম চকরিয়া ফাঁসিয়াখালীর ৩ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জহির আহমদের ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম সায়েম লাম সায়েম জানান, চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক শিশুকন্যাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় আবু শমার স্ত্রী কুলসুমা বেগম বাদী হয়ে ধর্ষককে একমাত্র আসামি করে চকরিয়া একটি মামলা করেন। ২০২১ সালের ১৪ মার্চ মামলার চার্জ গঠন করার পর পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি বদিউল আলম সিকদার বলেন, বাদী ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।