২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:২৮:২০ পূর্বাহ্ন


রাণীশংকৈলে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ৫'শ জনের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
রাণীশংকৈলে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ৫'শ জনের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ রাণীশংকৈলে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ৫'শ জনের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেকমরদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পাঁচশত জন অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে নেকমরদ বাজার চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারন সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন, জেলা পরিষদের সাবেক সদস্য আ.লীগ নেতা আব্দুল কাদের, নেকমরদ  ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার নেকমরদ আ.লীগ সাধারণ সম্পাদক মো. স্বপনসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ শতাধিক দুস্থ-অসহায় সুবিধাভোগি নারী পুরুষ ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি পেয়ে ভিষণ খুশি হয়ে আ.লীগ এবং প্রধানমন্ত্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।