২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:৪৬:৪০ পূর্বাহ্ন


কোহলি-ডু প্লেসিসের ব্যাটে বেঙ্গালুরুর জয়
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
কোহলি-ডু প্লেসিসের ব্যাটে বেঙ্গালুরুর জয় ছবি- সংগৃহীন


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার (২০ এপ্রিল) টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ১৫০ রানে অলআউট হয় পাঞ্জাব।

টস হেরে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বিরাট কোহলি ও ডু প্লেসিস। উদ্বোধনী জুটিতে ১৩৭ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। দুজনই দেখা পান অর্ধশতকের। ১৬ রানের জন্য শতক মিস করেন ডু প্লেসিস।

কোহলি ৪৭ বলে ৫৯ ও ডু প্লেসিস ৫৬ বলে করেন ৮৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। পাঞ্জাবের পক্ষে হরপ্রীত ব্রার নেন ২টি উইকেট।

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর পেসারদের তোপের মুখে পড়ে পাঞ্জাব। দলীয় ২৭ রানে ৩ ব্যাটারকে হারায় পাঞ্জাব। প্রভসিমরন সিং ও জিতেশ শর্মা ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। সিরাজের বোলিং তোপে ১৫০ রানে অলআউট হয় পাঞ্জাব। প্রভসিমরন সিং ৩০ বলে ৪৬ ও জিতেশ শর্মা ২৭ বলে ৪১ রান। বেঙ্গালুরুর পক্ষে সিরাজ নেন ৪টি উইকেট।