২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪০:৩৫ অপরাহ্ন


তুরস্কের দার্দানিলেসে নতুন সেতু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২২
তুরস্কের দার্দানিলেসে নতুন সেতু ফাইল ফটো


তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত দার্দানিলেস প্রণালীতে ৪.৬ কিমি দীর্ঘ একটি সেতু তৈরি হয়েছে। বলা হচ্ছে, এটিই বর্তমান বিশ্বের সর্ববৃহত্‍ ঝুলস্ত সেতু। এর নাম 'চানাক্কালে ১৯১৫ সেতু'। এই সেতু ব্যবহার করে তুরস্কের এশীয় অঞ্চল থেকে ইউরোপীয় অঞ্চলে পৌঁছা যাবে মাত্র ছয় মিনিটে। রোববার সেতুটি যানবাহন চলাচলারে জন্য খুলে দেয়া হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ মার্চ।

এই সেতুকে তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কেননা, দার্দানিলেস প্রণালীতে এশীয় অঞ্চল থেকে ইউরোপীয় অঞ্চলে পৌঁছার একমাত্র মাধ্যম এই সেতু। সেতুটি নির্মিত হওয়ার আগে দার্দানিলেস পার হতে নৌকা কিংবা ফেরি ব্যবহার করা হতো। তাতে ব্যয় হতো কয়েক ঘণ্টা সময়। সেতু নির্মাণ হওয়ার পর গাড়িতে প্রণালীটি পার হতে এখন সময় লাগবে মাত্র ছয় মিনিট। 'চানাক্কালে ১৯১৫ সেতু'র নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের মার্চে। উদ্বোধন করা হবে ২০২২ সালের ১৮ মার্চ।

সেতুর এক স্প্যান থেকে দ্বিতীয় স্প্যানের দূরত্ব ২০২৩ মিটার, এই বিষয়টিই এটিকে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুতে রূপান্তর করেছে।

রাজশাহীর সময় /এএইচ