১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন


ফেনীতে বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের জালে মাদক কারবারি
ইব্রাহীম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৩
ফেনীতে বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের জালে মাদক কারবারি র‌্যাবের জালে মোঃ জাহিদ হাসান নামের মাদক কারবারি


ফেনীতে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (১ মে) রাত সাড়ে এগারটায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মোঃ জাহিদ হাসান ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন উত্তর আধারমানি এলাকার বাহার মিয়া মিয়ার ছেলে।

এ সময় তার কাছে থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনি: সহকারী পরিচালক (মূখ্যপাত্র) মো: নূরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে মাদক কারবারি একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার রাত সাড়ে এগারটায়  ফেনী জেলার ফেনী মডেল থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত পিকআপকে ধাওয়া করে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, সে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারিদের বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিকে মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।