১৫ মে ২০২৪, বুধবার, ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন


রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ২১
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৩
রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ফাইল ফটো


রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার তদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০৭ জন, বাগমারা থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে। 

যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং অসিত মিনস্(৫৫) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। 

তানোর থানা পুলিশ ১নং মোঃ আবু তালেব ওরফে কনো(৩২) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে। 

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ ইয়াদ আলী প্রাং(৩৮) ও ২নং মোছাঃ কোহিনুর(৫৩) কে ১০.১৫গ্রাম হেরোইনসহ আটক করে। 

চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ রেন্টু আলী সরকার(৪৬) কে ০২কেজি গাঁজাসহ আটক করে। 

বাঘা থানা পুলিশ ১নং মোঃ শিমুল আহম্মেদ ওরফে বাবু(২১) কে ১৫গ্রাম হেরোইনসহ আটক করে। 

ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ নাইমুল হক(৫৫) কে ২০০গ্রাম হেরোইনসহ আটক করে। 

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।