২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৮:১৩:৪৭ অপরাহ্ন


গ্রিজম্যানের জোড়া গোল
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৩
গ্রিজম্যানের জোড়া গোল ছবি- সংগৃহীন


স্প্যানিশ লা লিগার শিরোপা তো জিততে পারবে না, তা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। এবার রানারআপ হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যাচ্ছে। একেরর পর এক হারে অবশেষে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদেরও পেছনে চলে যেতে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।

ঘরের মাঠে কাদিজকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে রিয়ালকে দ্বিতীয় স্থানকে তিনে নামিয়ে দিয়েছে অ্যাটলেটিকো। নিজেরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। জোড়া গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আন্তোনিও গ্রিজম্যান। এছাড়া বাকি গোলগুলো করেছেন আলভারো মোরাতা, ইয়ানিক ক্যারাসকো এবং নাহুয়েল মোলিনা। কাদিজের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থোনি লোজানো।

এই জয়ে ৩৩ ম্যাচ শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৮। মঙ্গলবার রাতেই রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরেছিলো রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার একেবারে দ্বারপ্রান্তে বার্সেলোনা।

ম্যাচের একেবারে শুরুতে, দ্বিতীয় মিনিটেই গোল করেন আন্তোনিও গ্রিজম্যান। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় অ্যাটলেটিকো।

দ্বিতীয়ার্ধ শুরুর ৪ মিনিট পরই (৪৯তম মিনিটে) তৃতীয় গোল করেন আলভারো মোরাতা। ৫৭ মিনিটে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। স্পট কিক নেন ইয়ানিক ক্যারাসকো। ৭৩ মিনিটে কাদিজের জালে পরাজয়ের শেষ পেরেকটি পুঁতে দেন আর্জেন্টাইন তারকা নাহুয়েল মোলিনা। ৭২তম মিনিটে একটি গোল শোধ করেন অ্যান্থোনি লোজানো।