২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৬:৫৬:৩৭ অপরাহ্ন


চারঘাটে উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২২
চারঘাটে উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত চারঘাটে উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত


রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে পৌরসভা বাস্তবায়িত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় দুইদিন ব্যাপী উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে হেলথ ক্যাম্প এর শুভ উদ্ভোধন ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরী।

এসময় বক্তব্য রাখেন চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট মেডিকেল অফিসার ডাঃ আতিকুল হক, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন,চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনসহ উপকারভোগী মা ও শিশুরা
উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৪শ২৫ জনকে উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় ও সুরক্ষা রাখার জন্য ডানো দুধ,স্যালাইন,স্যানিটেশন,মাস্ক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন মেয়র একরামুল হক।

রাজশাহীর সময় / এম জি