১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৭:৫২ অপরাহ্ন


ফুলবাড়ীতে কিষাণ-কিষাণী সমাবেশ ও প্রদর্শনী
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৩
ফুলবাড়ীতে কিষাণ-কিষাণী সমাবেশ ও প্রদর্শনী ফুলবাড়ীতে কিষাণ-কিষাণী সমাবেশ ও প্রদর্শনী


দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) উদ্যোগে গতমঙ্গলবার (৭ মে) কৃষিতে যান্ত্রিকীকরণ বিষয়ক কিষাণ-কিষাণী সমাবেশসহ কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের সহযোগিতায় উপজেলা আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আয়োজিত কৃষিতে যান্ত্রিকীকরণ বিষয়ক কিষাণ-কিষাণী সমাবেশ ও কৃষির আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনে জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মুহাম্মদ হাসান খালেদ ও ইউপি চেয়ারম্যান এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন কৃষি যন্ত্রপাতি উদ্ভাবক কৃষক আনোয়ার হোসেন, জিবিকে’র এরিয়া ম্যানেজার মোল্লা রসিকুর রহমান, মাইক্রো  ফাইনান্স পরিচালক অসিম রাউত, সহকারী পরিচালক রেজাউল আহসান প্রমুখ। সমাবেশে শেষে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিদ্বয়। #