১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:৩৭:২৭ পূর্বাহ্ন


চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০২-২০২২
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ফাইল ফটো


চুয়াডাঙ্গা সদরে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এদিকে নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে মোশারফ হোসেন

জানা যায়, বৃহস্পতিবার সকালে মোশারফ হোসেন নিজ বাড়ি থেকে শাক বিক্রির জন্য বাইসাইকেলে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে আসছিল। পথিমধ্যে ডিঙ্গেদহ তেল পাম্পের কাছে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন।

এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনা ঘটে সে বিষয়ে এখনো জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহীর সময় /এএইচ