দেশে এই পর্যন্ত করোনায় ২৯ হাজার ৫ জন মারা গেছেন। এরমধ্যে ১০ হাজার ৪৮২ জন অর্থাৎ ৩৬.১৪ শতাংশ নারী। আর ১৮ হাজার ৫২৩ জন অর্থাৎ ৬৩.৮৬ শতাংশ পুরুষ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৮ জন পুরুষ ও ২ জন নারী। আর ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫১৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হলো।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
রাজশাহীর সময় /এএইচ