০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০২:১৭:৩১ অপরাহ্ন


বগুড়ায় গণতন্ত্র মঞ্চের গাড়ি ভাঙচুরের অভিযোগ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২৩
বগুড়ায় গণতন্ত্র মঞ্চের গাড়ি ভাঙচুরের অভিযোগ বগুড়ার মোকামতলায় জনসভা শেষে ফেরার পথে হামলায় গণতন্ত্র মঞ্চের ক্ষতিগ্রস্ত গাড়ি।


বগুড়ার মোকামতলায় শান্তিপূর্ণ জনসভা শেষে শহরে ফেরার পথে গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৫ জুন) রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে দলটি। হামলায় আহত হয়েছেন তিনজন। এ সময় একই স্থানে শান্তি মিছিলে বাধা দেয়ায় পুলিশের ওপরও চড়াও হন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় দুপুর থেকেই পরিবেশ থমথমে। ঢাকা টু দিনাজপুর রোডমার্চের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের জনসভা ও পাশেই স্থানীয় স্বেচ্ছাসেবক-যুবলীগের পাল্টাপাল্টি শান্তি সমাবেশ ডাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মোকামতলা জয়পুরহাট মোড়ে জনসভা শেষ হয় শান্তিপূর্ণভাবেই। তবে শহরে ফেরার পথে গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। গণতন্ত্র মঞ্চের অভিযোগ, সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীদের ছোড়া ঢিলে মাইক্রোবাসের জানালার কাচ ভেঙে আহত হয়েছেন তিনজন।

গণতন্ত্র মঞ্চের শরিক দল বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘জনসভা শেষ করে আমরা সন্ধ্যায় বগুড়া শহরে ফিরছিলাম। তখন রাস্তার পাশে আগে থেকেই অবস্থানরতরা ঢিল ও লাঠি নিয়ে গাড়িতে হামলা করে। এ হামলার দায় সরকারি দলকেই বহন করতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘পুলিশ জনসভা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। তবে ফেরার পথে নিরাপত্তা দিতে পারেনি। হামলাকারীরা চিহ্নিত। তাদের ব্যাপারে কী অ্যাকশন নেয়া হয়, তার ওপর নির্ভর করবে পুলিশের কার্যক্রমে আমরা সন্তুষ্ট হতে পারি কি না।’

যদিও গাড়িবহরে হামলার অভিযোগকে ভিত্তিহীন বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক বলেন, ‘তারা (গণতন্ত্র মঞ্চ) শান্তিপূর্ণভাবেই সমাবেশ করেছে। তাদের নেতারা বক্তব্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিয়েছে। গাড়িবহরেও কোনো হামলা করা হয়নি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা আগেও মিথ্যা বলত, এখনও মিথ্যার আশ্রয় নিচ্ছে।’

গণতন্ত্র মঞ্চের জনসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুলিশ সদস্যরা পড়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীদের রোষানলে। ধাক্কাধাক্কিতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও তা মানতে নারাজ পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘গণতন্ত্র মঞ্চের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গাড়িবহরে হামলা হয়েছে বলে আমার জানা নেই। আর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর চড়াও হননি। তারা তাদের কর্মসূচি পালন করেছে।’

মঙ্গলবার (৬ জুন) বগুড়া শহরের খোকন পার্কে গণতন্ত্র মঞ্চের সমাবেশ করার কথা ছিল। সেখানেও যুবলীগের পাল্টাপাল্টি শান্তি সমাবেশ ডাকা হয়েছে। পরে গণতন্ত্র মঞ্চকে স্থান পরিবর্তন করে সেন্ট্রাল মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। দুপুর ১২টায় তাদের সমাবেশ শুরু হবে।