২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:৪০:৪৬ অপরাহ্ন


প্রান্তর যৌন নিপীড়নের শিকার ৬ ছাত্রী!
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
প্রান্তর যৌন নিপীড়নের শিকার ৬ ছাত্রী! প্রান্তর যৌন নিপীড়নের শিকার ৬ ছাত্রী!


যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্র ইকরাম হোসেন প্রান্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এবং শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র। গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশটি আজ বুধবার সকলের নজরে আসে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের সাতজন ছাত্রী ইকরাম হোসেন প্রান্তর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এর মধ্যে ছয় ছাত্রীর অভিযোগ প্রান্ত স্বীকার করে নেওয়ায় তার অনৈতিক যৌনলিপ্সা চরিতার্থ করার প্রবণতা ও অছাত্রসুলভ আচরণ প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৩(২)(খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।

উক্ত সময়ের জন্য আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিষ্কৃত শিক্ষার্থীর অবস্থান নিষিদ্ধ করা হলো।