ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ বাজারের পূর্ব পাশে সোমবার (১২ জুন) আরোবী আক্তার (২০) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু্লিশ। নিহত আরোবী উপজেলার গন্ডগ্রামের বাবলা রহমানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্বামীর সাথে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আরোবীর। দিনমজুর স্বামী বাবলা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে চলে গেলে সকলের অগোচরে নিজ ঘরের বাঁশের শরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় আরোবী।
দেড় বছরের শিশুর কান্নাকাটিতে পাশের বাড়ির লোকজন তাদের বাড়িতে ছুটে আসে। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় আরোবীর লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার কিছু আলামতও দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।