০৬ মে ২০২৪, সোমবার, ১২:৩১:৪১ পূর্বাহ্ন


কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নিহত
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নিহত কক্সবাজার শহরে পাহাড় ধসের পর উদ্ধার কাজ চলছে। ছবি: সময় সংবাদ


কক্সবাজারের শহরে পাহাড় ধসে মাটি চাপায় মো. ইয়াছিন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার রাত ২ দিকে শহরের ৭ নং ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন মিয়ানমারের নাগরিক। ক্যাম্প থেকে পালিয়ে এসে বাবা ও মাকে নিয়ে পাহাড়তলীর ইসলামপুরের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ওমর জাহিদ চৌধুরী বলেন, রাত ২টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ঘণ্টাখানেক প্রচেষ্টার পর ধসে পড়া মাটি খুঁড়ে একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে মো. ইয়াছিন পাহাড়ের পাদদেশে গেলে হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়েন।