২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩২:২৪ অপরাহ্ন


গাজীপুরে স্পিনিং মিলে আগুন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২২
গাজীপুরে স্পিনিং মিলে আগুন ফাইল ফটো


গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া এলাকার আউটপেস স্পিনিং মিলে এ আগুন লাগে। 

কারখানার মানবসম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তা কবির হোসেন বলেন, কিছু দিন আগে কারখানার সুতা উৎপাদনের কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে তাতে তুলায় রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যার কিছু সময় পর ওই গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। মুহূর্তেই আগুন গুদামে পুরো তুলাতেই ছড়িয়ে পড়ে।

কারখানার ইলেকট্রিক মিস্ত্রি আবু সাইদ বলেন, মাগরিবের নামাজ আদায় করার পর কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক ওই সময় কারখানার কটন গুদামে আগুনের খবর পাই। দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজে যোগ দেই। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট  ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। 

রাজশাহীর সময় /এএইচ