২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৯:২৫:৩৩ অপরাহ্ন


ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরেও ঢুকেছে রুশ সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২২
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরেও ঢুকেছে রুশ সেনারা ফাইল ফটো


ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরেও ঢুকেছে রুশ সেনারা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির রাস্তায় রুশ সেনাবাহিনীর যান চলাচল করছে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে বলেন, হালকা সাঁজোয়াযান নিয়ে রুশ সেনারা আমাদের ‘শহরে ঢুকে পড়েছে’।

শহরের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্র ছাড়বেন না! ইউক্রেনের সশস্ত্র বাহিনী শক্রদের ধ্বংস করে দেবে। বেসামরিক লোকদের রাস্তায় না বের হওয়ার অনুরোধ করছি’।

এদিকে রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে পূর্ব ইউক্রেনের খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনারা। এমনিতেই চেরনোবিল পরমাণু কেন্দ্র রুশ সেনার দখলে চলে গিয়েছে। তার মধ্যেই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে এই বিস্ফোরণ পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে ইউক্রেন সরকার।

আবার, কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ঘটেছে বলে জানা যায়।

রাজশাহীর সময় /এএইচ