০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৭:৪৯ অপরাহ্ন


সুরমা নদীতে হাউজ বোট পুড়ে ছাই
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৩
সুরমা নদীতে হাউজ বোট পুড়ে ছাই সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট এলাকায় আগুনে পুড়ছে পর্যটকবাহী হাউজ বোট। ছবি: সময় সংবাদ


সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট এলাকায় পর্যটকবাহী হাউজ বোট আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের সাহেববাড়ি ঘাটে নোঙর করে রাখা অবস্থায় হাউজ বোটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, জেনারেটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নোঙর ছিঁড়ে সুরমা নদীর উত্তর পাড়ে সদরগড় এলাকায় চলে যায় হাউজ বোটটি৷ নদীতে বাতাস বেশি থাকায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় নৌকার সুসজ্জিত ভিতর ও বাইরের অংশ। ইঞ্জিন রুমে ফুয়েল ট্যাংক পুড়ে গিয়ে পুরো হাউজ বোটে আগুন ছড়িয়ে পড়ে।

এছাড়া নৌকায় প্লাস্টিক সামগ্রী ও ডেকোরেশন আইটেম বেশি থাকায় দীর্ঘক্ষণ দাউদাউ করে আগুন জ্বলে।  

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস জানান, হাউজ বোটের ইঞ্জিন রুম থেকে পুরো নৌকায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এছাড়া গ্যাস সিলিন্ডার লিক হয়ে পুরো প্লাস্টিকের ডেকোরেশন আইটেমে আগুন ছড়িয়ে পড়ে। অন্যদিকে নদীতে বাতাস ও স্রোতের কারণে একঘণ্টা সময় লাগে আগুন নিভাতে। এসময় নৌকায় কোন পর্যটক ও মাঝিমাল্লা না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। জ্বলন্ত অবস্থায় নৌকা স্রোতের অনুকূলে এক কিলোমিটার দূরে সদরপুর ও ওলিরবাজার এলাকার সুরমা নদীর উত্তর পাড়ে চলে যায়।