২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৯:১৩:৪৭ অপরাহ্ন


মোংলা বন্দরে স্টিল কয়েলের আঘাতে শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৩
মোংলা বন্দরে স্টিল কয়েলের আঘাতে শ্রমিকের মৃত্যু ফাইল ফটো


বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের জেডিতে স্টিল কয়েলের আঘাতে মো. জামাল হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে বন্দরের জেটিতে ৪ নম্বর  ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

শ্রমিক জামাল হাওলাদার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকার দিগন্ত প্রকল্প কলোনির মৃত আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় বন্দর জেটিতে কাজ করার সময় অসতর্কতাবশত ফ্লরক্লিপের স্টিল কয়েলের আঘাতে আহত হন সিএন্ডএফ শ্রমিক জামাল। তাকে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ সামসুদ্দীন বলেন, খুলনা থেকেই ময়নাতদন্ত ও থানা পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষে মোংলায় ওই শ্রমিককে দাফন করা হবে।