০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৪:০৬ পূর্বাহ্ন


সিংড়ায় কৃষকদের ১১ দফা দাবিতে মিছিল ও সমাবেশ
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৩
সিংড়ায় কৃষকদের ১১ দফা দাবিতে মিছিল ও সমাবেশ সিংড়ায় কৃষকদের ১১ দফা দাবিতে মিছিল ও সমাবেশ


কৃষি খাদে জাতীয় বাজেট বৃদ্ধি সহ কৃষি ও কৃষকদের ১১ দফা দাবিতে নাটোরের সিংড়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ জুলাই) বেলা ১১ টায় জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার  আয়োজনে সিংড়া পানপট্রি দলীয় কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এসে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

 জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আজাহার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক ও ত্রাণ বিষয়ক সম্পাদক,নাটোর জেলা সভাপতি ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।

 এসময় অন্যানদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় কৃষক সমিতির সিংড়া উপজেলা শাখার সহসভাপতি বাচ্চু প্রাং, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী, কৃষক নেতা মোঃ আজাদ আলী শেখ প্রমূখ।

 বক্তারা বলেন, এদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে কৃষক। রোদ বৃষ্টি গায়ের ঘাম ঝরিয়ে তারা শস্য উৎপাদন করে দেশের খাদ্যের জোগান দেয় অথচ সেই কৃষকরাই আজ অবহেলিত। জাতীয় বাজেটে কৃষি খাদে বাজেট রাখা হয় কম। যার ফলে কৃষকরা অতিরিক্ত দামে তেল সার কিনতে হয় অথচ সেই তুলনায় ধান সহ উৎপাদিত শস্যের ন্যায্য দাম পান না।

  সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।