০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০৮:১১ অপরাহ্ন


আয়করে আরো ছাড় সরকারি চাকরিজীবীদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৩
আয়করে আরো ছাড় সরকারি চাকরিজীবীদের File Photo


সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আয়কর দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৯ জুলাই) দেয়া এক প্রজ্ঞাপনে এই করছাড়ের ঘোষণা দেয়া হয়। সরকারি চাকরিজীবীদের প্রণোদনা দেয়ার পর তাদের আরো করছাড়ের সুবিধা দিয়েছে সরকার। এবারের প্রজ্ঞাপনে করছাড়ের পরিধি বেড়েছে।

এত দিন সরকারি চাকরিজীবীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।

এছাড়া, সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরো আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ। তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।