২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৪৯:৪৩ পূর্বাহ্ন


ইউক্রেনের খেরসন শহর ঘিরে ফেলেছে রুশ সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২২
ইউক্রেনের খেরসন শহর ঘিরে ফেলেছে রুশ সেনারা ফাইল ফটো


ইউক্রেনের দক্ষিণে অবস্থিত খেরসন শহর ঘিরে ফেলেছে রুশ সেনারা।

মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইউক্রেনের গণমাধ্যম ২৪ টিভি এক টুইটে জানায়, খেরসন প্রায় ঘিরে ফেলেছে রুশ সেনারা বলে জানিয়েছেন আমাদের রিপোর্টার আলিওনা পানিনা। তিনি বলেন, শহরটি প্রায় ঘিরে ফেলা হয়েছে। চারিদিকে প্রচুর রুশ সেনা ও সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে। বের হওয়ার প্রত্যেকটি পয়েন্টে চেকপয়েন্ট বসিয়েছে তারা। খেরসনে এখনও বিদ্যুৎ, পানি এবং রান্না করার ব্যবস্থা রয়েছে। তবে ৩ লাখ মানুষের এই শহরে খাদ্য সংকট দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশিয়ান সৈন্যরা মঙ্গলবার স্থানীয় সময় সকালে মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছে অবস্থিত শহরটিতে স্থল হামলা শুরু করেছিল।

শহরের মেয়র ইগর কোলিখায়েভ ফেসবুকে বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী খেরসনের প্রবেশপথে চেকপয়েন্ট স্থাপন করছে।

তিনি আরও বলেন, খেরসন ইউক্রেনীয়দের ছিল এবং থাকবে।

রাজশাহীর সময় /এএইচ