২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ০৮:০৬:৫৬ অপরাহ্ন


ফরিদপুরে সড়কে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
ফরিদপুরে সড়কে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত ফাইল ফটো


ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী গ্রামের মোমিন মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলমগীর সিকদার। তিনি উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের আক্কাস সিকদারের ছেলে।

পুলিশ বলছে, সিকদার তার স্ত্রীকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। এ সময় সোতাশী এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে বোয়ালমারীর উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী একটি বেপরোয়া বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে চালক আলমগীর ঘটনাস্থলেই মারা যান।

এতে আলমগীরের স্ত্রী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, পুলিশ খবর পেয়ে বাসটি জব্দ করেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।