২৭ Jul ২০২৪, শনিবার, ১২:০১:৫৪ অপরাহ্ন


পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত বেড়ে ৬৩
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৩
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত বেড়ে ৬৩ হাসপাতালে চিকিৎসাধীন বিস্ফোরণে আহতরা। ছবি: আল-জাজিরা


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।
 
গত রোববার (৩০ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল নামে একটি রাজনৈতিক দলের সম্মেলনে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। এতে ৬৩ জন নিহত ও শতাধিক আহত হন।
 
বুধবার বাজাউরের রাষ্ট্রীয় হাসপাতালের মুখপাত্র লিয়াকত আলি বলেন, ‘আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৬৩জন মারা গেছেন। এছাড়া আহত আরও ১২৩জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
 
লিয়াকত আলি আরও বলেন, ‘আহতদের মধ্যে বেশ কয়েকজন পেশওয়ারের হাসপাতালে ভর্তি আছেন।’
 
গত মঙ্গলবার (১ আগস্ট) এই বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীটির সংবাদমাধ্যম ‘আমাক’ বলেছে, ‘‘খাইবার পাখতুনখোয়ার খার শহরে ইসলামিক স্টেটের বোমাহনকারী এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে গিয়ে আত্মঘাতী বোমাটির বিস্ফোরিত করেছে।’’
 
এদিকে হামলার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘খাইবার পাখতুনখোয়ার আত্মঘাতী বোমা হামলাকারীদের সীমান্তের ওপারের আফগানিস্তানের বাসিন্দারা সাহায্য করেছে।’
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের বাসিন্দাদের জাড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী।’