২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:০৯:২৩ অপরাহ্ন


অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধার মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২২
অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধার মৃত্যু ফাইল ফটো


যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম (৮০) নামে একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানিয়েছেন, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ার ম্যান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি (আনোয়ারুল) গ্যাস সিলিন্ডার বাসার উঠানে নড়াচড়া করছিলেন। তখন সেটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। হাসপাতালে তার লাশ রয়েছে।

রাজশাহীর সময় /এএইচ