২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৩:১৪:২৯ অপরাহ্ন


রেলবন্দরের দাবিতে রহনপুরে অবস্থান ধর্মঘট ও গণসঙ্গীত পরিবেশন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২২
রেলবন্দরের দাবিতে রহনপুরে অবস্থান ধর্মঘট ও গণসঙ্গীত পরিবেশন রেলবন্দরের দাবিতে রহনপুরে অবস্থান ধর্মঘট ও গণসঙ্গীত পরিবেশন


চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ২ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়।

রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ, গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট এর আয়োজনে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য ও গণসঙ্গীত পরিবেশন করা হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস,গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশীদ আলম বাচ্চু,সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, গোমস্তাপুর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,বিএনপি নেতা এনায়েত করিম তোকি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন নাহিদ, মহিলা নেত্রী সাবিহা শবনম কেয়া, ছাত্রলীগ নেত্রী মৌসুমী আক্তার স্মৃতি, কাউসার আহমেদ সাগর,শাহরিয়ার জামান আনসারী, আরিফুল ইসলাম জয়, এন্তাজুল হক,তাসরিফ আহমেদ, বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল, সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন আহবায়ক সেরাজুল ইসলাম টাইগার, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন,পারভেজ শেখ, মোমিন বিশ্বাস, বদরুজ্জামান দোয়েল, আজিজুর রহমান প্রমূখ।

অবস্থান কর্মসূচি থেকে রেলবন্দর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

রাজশাহীর সময় /এএইচ