০৫ মে ২০২৪, রবিবার, ০৭:৩৮:১০ অপরাহ্ন


স্ত্রীকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে পালালেন স্বামী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২৩
স্ত্রীকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে পালালেন স্বামী ফাইল ফটো


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. হাসান আলী পলাতক রয়েছেন। 

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাসান আলী সবসময় স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। বৃহস্পতিবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান আলী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান খাদিজা। সন্ধ্যার পর তার মরদেহ দাদপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।