১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ০২:১৪:২০ পূর্বাহ্ন


টাকা না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২৩
টাকা না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা ফাইল ফটো


নাটোরের বড়াইগ্রামে টাকা চেয়ে না পাওয়ায় অভিমান করে হোসেন আলী (১৫) নামে এক স্কুলছাত্র আত্নহত্যা করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে এ ঘটনা ঘটে।

হোসেন আলী ওই গ্রামের আবুল কালামের ছেলে এবং গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন জানান, সকালে হোসেন আলী তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে কিছু টাকা চায়। এ সময় টাকা না থাকায় তিনি পরে যেতে বলেন এবং তার সাথে বিলে কাজে যেতে বলেন। কিন্তু সে কাজে না গিয়ে অভিমানে নিজ ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস নেয়। পরে স্বজনরা বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি (চিকিৎসক) তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।