১৯ মে ২০২৪, রবিবার, ১২:৫২:০৪ অপরাহ্ন


মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৩
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রী উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সময় সংবাদ


মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সোনারতরী পরিবহন মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বরগুনাগামী দক্ষিণ বাংলা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ যাত্রী। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহায়তায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেয়। বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।